[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

কফি, গরুর মাংসসহ ২ শতাধিক পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১১:১৫ এএম

যুক্তরাষ্ট্রে কফি, গরুর মাংস, কলা ও কমলার জুসসহ দুই শতাধিক

খাদ্যপণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক সাধারণ মানুষের তীব্র সমালোচনার পর বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প নতুন আদেশে স্বাক্ষর করার পরই দেশব্যাপী তা কার্যকর হয়।

শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “কিছু খাদ্যদ্রব্যের দাম প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে গিয়েছিল। দাম নিয়ন্ত্রণে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ কেউ মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু যুক্তরাষ্ট্রে কোনো ধরনের মূল্যস্ফীতি দেখা দেয়নি।”

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আড়াই মাস পর, গত ২ এপ্রিল বিশ্বের শতাধিক দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি এই নীতিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা’ রক্ষার পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছিলেন।

তবে ওই শুল্কনীতি যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলে। আন্তর্জাতিক বাজার থেকে বিভিন্ন খাদ্য ও কৃষিজ পণ্যের সরবরাহ কমে যায়, ফলে অভ্যন্তরীণ বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি ঘটে। যুক্তরাষ্ট্রের খাদ্য সরবরাহের বড় অংশ আসে এশিয়া, লাতিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলো থেকে—যাদের প্রায় সকলের ওপরই উচ্চ রপ্তানি শুল্ক আরোপিত হয়েছিল। এর ফলে বাজারে পণ্যদুষ্প্রাপ্যতা তৈরি হয়।

কনজ্যুমার প্রাইস ইনডেক্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় ২০২৫ সালের সেপ্টেম্বরে গরুর কিমার দাম বেড়েছে ১৩ শতাংশ এবং স্টেকের দাম বেড়েছে ১৭ শতাংশ। একই সময়ে কলার দাম বেড়েছে ৭ শতাংশ, টমেটোর দাম ১ শতাংশ এবং সামগ্রিক খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে ২.৭ শতাংশ।

খাদ্য শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানায়, “এটি ভোক্তা, আমদানিকারক, ব্যবসায়ী ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় জড়িত সবার জন্যই স্বস্তির খবর।”

সাংবাদিকরা যখন ভবিষ্যতে ট্রাম্পের শুল্কনীতিতে আর কোনো পরিবর্তন আসবে কি না জানতে চান, তিনি উত্তর দেন, “আমার মনে হয় এখন আর নতুন কিছু করার প্রয়োজন নেই। আমরা কেবল জটিলতা কিছুটা কমিয়েছি। কফির দাম খুব দ্রুত স্বাভাবিক মাত্রায় ফিরে আসবে।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর