[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

নিজেদের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করল আমিরাত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ৮:১৩ এএম

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে

নতুন এক বৈদ্যুতিক কার্গো বিমান উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী আবুধাবিতে দেশটির প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আনুষ্ঠানিকভাবে এই বিমান উদ্বোধন করেন।

আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান লুদ অটোনোমাস নির্মিত এ কার্গো বিমানের নাম ‘হেলি’। এটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত হওয়ায় একে হাইব্রিড বিমান হিসেবে উল্লেখ করা হচ্ছে।

গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লুদ অটোনোমাসের প্রধান নির্বাহী মাতার আল মান্নাই জানান, পুরো চার্জে হেলি সর্বোচ্চ ২৫০ কেজি মাল বহন করে টানা ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে।

তার বক্তব্যে আরও বলা হয়, দুর্গম বা যেখানে বিমান ওঠানামার সুবিধা কম—এমন অঞ্চলে প্রচলিত জ্বালানিচালিত কার্গো বিমানের তুলনায় হেলি আরও কার্যকরভাবে কাজ করতে সক্ষম।

মাতার আল মান্নাই জানান, দীর্ঘপথ একটানা উড়তে পারে এমন বিদ্যুৎচালিত বিমান তৈরি করাই ছিল সর্বোচ্চ চ্যালেঞ্জ। কারণ ব্যাটারি নির্দিষ্ট সময় পর শক্তিহীন হয়ে যায়, এবং যাত্রাপথে চার্জ নেওয়ার সুযোগ অনেক সময় পাওয়া যায় না।

এই সমস্যার সমাধানে হেলির প্রপেলার বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে গতি ও মসৃণতা বাড়ে। পাশাপাশি এতে একটি জেনারেটরও রাখা হয়েছে। ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে জেনারেটর সক্রিয় হয়ে বিমানের শক্তি সরবরাহ চালিয়ে যাবে, ফলে উড্ডয়নে কোনো বাধা সৃষ্টি হবে না।

তার মতে, বিশ্ব যেহেতু দ্রুত বৈদ্যুতিক প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে, সে প্রেক্ষাপটে হেলি বিমানটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর