সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি ওয়াশিংটনে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠককে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
আলোচনায় মূলত সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারই ছিল প্রধান ইস্যু। তবে বৈঠকের এক পর্যায়ে ট্রাম্পের একটি মজার প্রশ্ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। তিনি সিরীয় প্রেসিডেন্টকে হেসে জিজ্ঞেস করেন, “আপনার স্ত্রী কয়জন?” আল-শারা হাসি দিয়ে জবাব দেন, “একজন।” এ সময় উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১২ নভেম্বর) রাতে এই ঘটনাটি হোয়াইট হাউসের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
উল্লেখযোগ্যভাবে, ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর এই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস সফর করেন। একসময় আল-শারা ছিলেন ওয়াশিংটনের চোখে “সন্ত্রাসী”, এমনকি তার মাথার ওপর ১ কোটি ডলারের পুরস্কার ঘোষিত ছিল।
দুই নেতার সাক্ষাৎ চলাকালে ট্রাম্প আল-শারাকে একটি সুগন্ধি উপহার দেন এবং মজার ছলে বলেন, “এটাই সেরা ঘ্রাণ, আর এই বোতলটি আপনার স্ত্রীর জন্য।” পরবর্তীতে তিনি হালকা রসিকতার সুরে সেই বিখ্যাত প্রশ্নটি করেন।
বৈঠকে সিরীয় প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রাচীন সিরীয় নিদর্শনের একটি প্রতিরূপ উপহার দেন। ট্রাম্প বলেন, “আমাদের প্রত্যেকেরই অতীত আছে, তবে আমি জানি, আপনার পথচলা সত্যিই কঠিন ছিল।”
উল্লেখ্য, ৪৩ বছর বয়সী আল-শারা গত বছর সামরিক অভিযানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন। তার যুক্তরাষ্ট্র সফরের অন্যতম লক্ষ্য ছিল সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার অনুরোধ জানানো।
এসআর
মন্তব্য করুন: