[email protected] মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২

বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, আমি পাই না: জেলেনস্কি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ৮:৫৮ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না এবং তাদের সম্পর্ক ছিল ‘গঠনমূলক ও পেশাদার’।

মঙ্গলবার (১১ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান–কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, গত অক্টোবরে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও ব্যবসায়িক পরিবেশে।

তার ভাষায়, “তিনি (ট্রাম্প) কোনো অস্বাভাবিক আচরণ করেননি, এটা আমি নিশ্চিত। আমরা মূলত ইউক্রেনের প্রতিরক্ষা চাহিদা ও রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।”

জেলেনস্কি আরও বলেন, “অনেকে ট্রাম্পকে ভয় পায়—এটা ঠিক। কিন্তু আমি নই। আমরা যুক্তরাষ্ট্রের শত্রু নই, বরং বন্ধু। তাই ভয় পাওয়ার কিছু নেই।”

তিনি আমেরিকান জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছরের কৌশলগত অংশীদারিত্বের ওপর দাঁড়িয়ে আছে, যা ভবিষ্যতেও দীর্ঘ সময় টিকে থাকবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন–যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জেলেনস্কির দাবি, ট্রাম্প রাজা চার্লসকে অত্যন্ত সম্মান করেন এবং তাকে “গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব” হিসেবে বিবেচনা করেন।

তিনি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ইউক্রেন। পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে সাময়িকভাবে ধার দেওয়ার আহ্বান জানান তিনি।

পশ্চিমা সহায়তার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, “যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয়।”

এই সাক্ষাৎকারটি কিয়েভের মারিনস্কি প্রাসাদে নেওয়া হয়। রুশ হামলার কারণে সেখানে বিদ্যুৎ না থাকলেও জেলেনস্কি হাসিমুখে বলেন, “এটাই আমাদের বাস্তবতা। দেশের অন্য জায়গার মতো এখানেও বিদ্যুৎ আসা-যাওয়া করে।”

তিনি রাশিয়াকে “ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ” চালানোর অভিযোগ এনে সতর্ক করেন, ইউক্রেন যুদ্ধের মধ্যেই মস্কো ইউরোপের অন্য দেশেও নতুন হামলা চালাতে পারে।

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্রসহ বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টরএনারগো জানিয়েছে, হামলার পর তাদের বিদ্যুৎ উৎপাদন প্রায় শূন্যে নেমে এসেছে, ফলে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর