[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২

ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ৯:২৯ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ বিকৃতভাবে প্রচার

 

করার অভিযোগ ঘিরে ব্যাপক সমালোচনার পর পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেস। সোমবার (১০ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টিম ডেভি ৫ বছর ধরে সংস্থাটির নেতৃত্বে ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে পক্ষপাতিত্ব ও সম্পাদকীয় নীতির প্রশ্নে প্রতিষ্ঠানটি বারবার আলোচনায় আসায় তার ওপর চাপ বাড়ছিল। একসঙ্গে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগকে বিবিসির ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, ‘প্যানোরামা’ নামের একটি অনুসন্ধানী অনুষ্ঠানে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের দুটি অংশ সম্পাদনা করে একত্রে প্রচার করা হয়। ওই সম্পাদিত সংস্করণে দেখা যায়, তিনি নাকি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সহিংসতা উসকে দিচ্ছেন।

ঘটনাটি সামনে আসার পর যুক্তরাজ্যের রাজনীতিবিদরা বিবিসিতে সংস্কারের দাবি জানান এবং ট্রাম্প এই পদত্যাগকে “ন্যায়সঙ্গত পরিণতি” বলে মন্তব্য করেন।

রোববার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়ে টিম ডেভি বলেন,

“বিবিসি একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে সর্বদা স্বচ্ছ ও দায়বদ্ধ থাকা জরুরি। সাম্প্রতিক বিতর্ক আমার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। সংস্থাটি অনেক ভালো কাজ করছে, তবে কিছু ভুলও হয়েছে— আর তার দায় আমার।”

অন্যদিকে সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেস জানান, প্যানোরামা সংক্রান্ত বিতর্ক এখন বিবিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি বলেন,

“জনগণের আস্থার জায়গায় থাকা একজন নেতা হিসেবে আমার জবাবদিহি থাকা উচিত— তাই আমি পদত্যাগ করছি।”


দ্য টেলিগ্রাফ ফাঁস করা এক নথিতে বলা হয়েছে, বিবিসি আরবিক বিভাগে ইসরায়েল–গাজা যুদ্ধের কাভারেজে পক্ষপাতমূলক প্রবণতা রয়েছে, যা নিয়ে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। নথির লেখক মাইকেল প্রেসকট—বিবিসির সম্পাদকীয় মানদণ্ড কমিটির সাবেক উপদেষ্টা— অভিযোগ করেছেন, “ম্যানেজমেন্টের নিষ্ক্রিয়তায় তিনি হতাশ।”

তিনি আরও দাবি করেন, ট্রান্সজেন্ডার ইস্যুতেও বিবিসির সংবাদ কাভারেজ “একপেশে ও ভারসাম্যহীন”।

ট্রাম্পের ভাষণটি ছিল,

“আমরা ক্যাপিটলে যাব এবং আমাদের সাহসী কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব।”


কিন্তু সম্প্রচারে দেখানো হয়,

“আমরা ক্যাপিটলে যাব... আমি তোমাদের সঙ্গে থাকব। আর আমরা লড়ব। আমরা কঠিনভাবে লড়ব।”


বক্তব্যের দুই অংশের মধ্যে প্রায় ৫০ মিনিটের বিরতি থাকলেও সম্পাদনার মাধ্যমে একত্রে উপস্থাপন করা হয়। এরপর হোয়াইট হাউস বিবিসিকে “সম্পূর্ণ ভুয়া সংবাদ প্রচারের দায়ে অভিযুক্ত” করে।

ঘটনার পর ট্রাম্প বলেন,

“বিবিসির শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করছেন কারণ তারা আমার ভাষণ বিকৃত করেছিলেন। এরা গণতন্ত্রের জন্য ভয়াবহ ক্ষতিকর।”

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর