[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের হামলা ইসরায়েলের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ৮:২০ এএম

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে

হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে হামলাটি চালানো হয়েছে বলে জানানো হয়েছে। চলমান উত্তেজনার মধ্যেই এই আক্রমণ লেবাননে নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে।

সোমবার (১০ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, রবিবার বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

আরেকটি হামলার ঘটনা ঘটে নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলে। সেখানে হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে একটি গাড়িতে ড্রোন হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এনএনএ আরও জানিয়েছে, ইসরায়েলি ড্রোন টায়ার জেলা, নাবাতিয়ে, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইল এলাকায় নিচু উচ্চতায় উড্ডয়ন করছে এবং টহল দিচ্ছে।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য জানায়নি।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল প্রায় প্রতিদিনই সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি অভিযান ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পূর্ণমাত্রায় সামরিক রূপ নেয়। এ পর্যন্ত এই সংঘাতে চার হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর