[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

সিরিয়া–যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়, ওয়াশিংটনে প্রেসিডেন্ট আল শারা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ২:২৯ পিএম

সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে নাম বাদ দেওয়ার একদিন পর

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা। সরকারি বৈঠকে অংশ নিতে তিনি ওয়াশিংটনে গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে।

রোববার (৯ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, আল শারা আগামীকাল (১০ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত কপ–৩০ জলবায়ু সম্মেলনে যোগদান শেষে শনিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, আল শারার সরকার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শর্ত পূরণে ইতিবাচক ভূমিকা রাখছে। নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহযোগিতা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ধ্বংসের পদক্ষেপ তার উদাহরণ।

তিনি আরও বলেন, “বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নেতৃত্ব যে সংস্কারের পথে এগোচ্ছে, কালো তালিকা থেকে নাম বাদ দেওয়া সেই অগ্রগতিরই স্বীকৃতি।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর