[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক, হোয়াইট হাউস বলছে— ‘তিনি ঘুমাননি’

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ১০:৫৮ এএম

ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ থাকা

কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন, তিনি নাকি দায়িত্ব পালনকালে ঘুমিয়ে পড়েছিলেন।

শনিবার (৮ নভেম্বর) থেকে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, ট্রাম্প কখনও চোখ বন্ধ রাখছেন, আবার কখনও তা খোলা রাখার চেষ্টা করছেন। এক পর্যায়ে তাকে চোখ ঘষতেও দেখা গেছে।

বিষয়টি নিয়ে দ্রুতই সমালোচনা শুরু হয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দপ্তর এক্স (টুইটার)-এ ছবিটি শেয়ার করে লিখেছে, “ঘুমকাতুরে ডন আবার ফিরে এসেছে।”

তবে হোয়াইট হাউস এই ধারণা অস্বীকার করেছে। প্রেস সচিব টেলর রজার্স বলেন, “প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি। তিনি পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।”

রজার্স আরও জানান, ট্রাম্প সম্প্রতি দুটি জনপ্রিয় ওষুধের দাম কমানোর ঘোষণা দিয়েছেন, যা ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্তদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। কিন্তু গণমাধ্যম সেই ইতিবাচক খবরের বদলে অযথা নেতিবাচক প্রচার চালাচ্ছে।

সিএনএন জানায়, ওই ঘটনার আগের দিন ট্রাম্প মায়ামিতে অর্থনীতি বিষয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে বক্তৃতা দেন। এর আগে তিনি তিনটি এশীয় দেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।

৭৯ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য নিয়েও আগেই প্রশ্ন উঠেছে। সম্প্রতি তিনি ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে এমআরআই করিয়েছেন। আগে তার পায়ে শিরার সমস্যাও শনাক্ত হয়।

উল্লেখ্য, ক্লান্ত অবস্থায় প্রেসিডেন্টদের এমনভাবে দেখা যাওয়ার ঘটনা নতুন নয়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও দীর্ঘ সভায় চোখ ঘষতে দেখা গিয়েছিল। আর মজার বিষয় হলো, নিজেই একসময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে ঠাট্টা করেছিলেন ট্রাম্প, যিনি এখন নিজেই সেই মন্তব্যের কেন্দ্রবিন্দুতে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর