[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল ৬৯ হাজার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৮:২৭ এএম

এক মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ফিলিস্তিনের গাজা

উপত্যকায় ইসরায়েলি হামলা ও সহিংসতা থামেনি। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধারের ফলে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মন্ত্রণালয় জানিয়েছে, শুধু গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও অন্তত ২৪০ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

শনিবার উত্তর গাজায় নতুন করে একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, ওই ব্যক্তি “ইয়েলো লাইন” নামের সীমারেখা অতিক্রম করেছিলেন—যে রেখা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর পিছু হটার কথা ছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী। একইভাবে দক্ষিণ গাজাতেও আরেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

স্থানীয় সূত্রগুলো অভিযোগ করেছে, ওই সীমারেখার কাছাকাছি যাওয়া বেসামরিক পরিবারগুলোর ওপরও গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে খান ইউনিসে ইসরায়েলি সেনাদের ফেলে যাওয়া একটি বিস্ফোরকের কারণে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের সরিয়ে নেওয়ার জন্য গাজা-মিসর সীমান্তের রাফাহ ক্রসিং পুনরায় খোলার আহ্বান জানিয়েছে। সংস্থাটির তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ফিলিস্তিনি রোগী বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন, তবে আরও ১৬ হাজার ৫০০ জন চিকিৎসার অপেক্ষায় রয়েছেন।

অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েই চলেছে। এসব আক্রমণ ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করার পরিকল্পনার অংশ বলেই অভিযোগ উঠেছে।

শনিবার দক্ষিণ নাবলুসের বেইতা শহরে জলপাই সংগ্রহ করতে যাওয়া গ্রামবাসী, কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইসরায়েলি মানবাধিকারকর্মী জোনাথন পোলাক জানান, মুখোশ পরা ডজনখানেক হামলাকারী লাঠি ও পাথর নিয়ে তাদের ওপর চড়াও হয়। এতে অন্তত ডজনখানেক মানুষ আহত হন, যাদের মধ্যে একজন সাংবাদিক ও এক বৃদ্ধ কর্মী রয়েছেন।

প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট জানিয়েছে, তাদের পাঁচ সাংবাদিক আহত হয়েছেন—রানিন সাওয়াফতে, মোহাম্মদ আল-আত্রাশ, লুয়াই সাঈদ, নাসের ইশতাইয়েহ ও নাঈল বুয়াইতেল। সংগঠনটি এ ঘটনাকে সাংবাদিকদের বিরুদ্ধে ‘পরিকল্পিত যুদ্ধাপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সও নিশ্চিত করেছে, তাদের দুই কর্মী—একজন সাংবাদিক ও এক নিরাপত্তা পরামর্শক—এই হামলায় আহত হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের ৭০টিরও বেশি শহর ও গ্রামে ১২৬টি হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় ৪ হাজারের বেশি জলপাই গাছ ধ্বংস বা উপড়ে ফেলা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর