যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে রাশিয়ার
কাছে সামরিক সহযোগিতা চেয়েছে ভেনেজুয়েলা। এ অনুরোধের জবাবে রাশিয়া জানিয়েছে, তারা তাদের মিত্র দেশ ভেনেজুয়েলাকে সহযোগিতা দিতে সম্পূর্ণ প্রস্তুত।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি মস্কোর প্রতি আহ্বান জানান, যেন রাশিয়া তাদের সুখোই যুদ্ধবিমানগুলোর মেরামত, রাডার সিস্টেমের আধুনিকায়ন, এবং নতুন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে সহায়তা করে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা শুক্রবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, “রাশিয়া তার মিত্রদের পাশে রয়েছে এবং ভেনেজুয়েলাকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।” তবে তিনি একই সঙ্গে সতর্ক করে দেন, ক্যারিবীয় অঞ্চলে কোনো উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য সকল পক্ষের সংযম দেখানো উচিত।
সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। তাদের বিশাল যুদ্ধবিমানবাহী রণতরীও মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত বহন করছে। এমন উত্তেজনাপূর্ণ সময়েই রাশিয়ার সহায়তা চাইলেন প্রেসিডেন্ট মাদুরো।
এসআর
মন্তব্য করুন: