[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

‘কালমেগির’ পর ধেয়ে আসছে ‘ফাং-ওয়ং’: সুপার টাইফুনে রূপ নিতে পারে নতুন ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ৩:৫৩ পিএম

সংগৃহীত ছবি

টাইফুন ‘কালমেগি’র ধ্বংসযজ্ঞের রেশ কাটতেই ফিলিপাইনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’ (স্থানীয় নাম: উওয়ান)।

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’ (স্থানীয় নাম: উওয়ান)। ঘূর্ণিঝড়টি সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া সংস্থা পাগাসা।

শনিবার (৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স জানায়, ফাং-ওয়ং দ্রুত শক্তি সঞ্চয় করছে এবং রোববার রাতেই ফিলিপাইনের স্থলভাগে আঘাত হানতে পারে।

পাগাসার আবহাওয়াবিদ বেনিসন এসতারেজা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির চক্রাকার ব্যাস প্রায় ১,৫০০ কিলোমিটার, যা পুরো ফিলিপাইনের ওপরই প্রভাব ফেলতে সক্ষম। বর্তমানে ফাং-ওয়ং-এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ১৪০ কিলোমিটার, তবে স্থলভাগে পৌঁছানোর আগে তা বেড়ে ১৮৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে

  • ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস,
  • গাছপালা উপড়ে পড়া,
  • প্রচণ্ড ঝড়ো হাওয়া ও উঁচু জলোচ্ছ্বাস—
    এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পূর্ব ফিলিপাইনের বিকল অঞ্চল ও সামার প্রদেশে বৃষ্টিপাত বাড়বে। সেখানে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে, যা পাহাড়ধস ও ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি করবে। উত্তর ও মধ্য লুজনেও ১০০–২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

উপকূলীয় ও নিচু এলাকার মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে পাগাসা। সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
সমুদ্র উপকূলে পাঁচ মিটার পর্যন্ত উঁচু ঢেউ ও প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

ফাং-ওয়ং-এর সম্ভাব্য আঘাতের আগে কিছু স্থানীয় সরকার সোমবারের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দেশটির জাতীয় বিমান সংস্থা ফিলিপাইন এয়ারলাইন্স বেশ কিছু ফ্লাইট বাতিল করেছে।

এদিকে কয়েকদিন আগেই টাইফুন কালমায়েগি ফিলিপাইনে ভয়াবহ ক্ষতি করেছে। এ ঝড়ে শুধু ফিলিপাইনেই ২০৪ জনের মৃত্যু, আর ভিয়েতনামে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছে, ৫ লাখের বেশি মানুষ এখনো বিদ্যুৎহীন। ভিয়েতনামে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২,৮০০টি বাড়ি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর