[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ, ইতালি-নরওয়েকে ফিফার জরিমানা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ১১:১৬ এএম

গত অক্টোবর, বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েল দুটি ম্যাচ খেলেছিল।

গাজায় তাদের সামরিক অভিযান ও সহিংসতার প্রতিবাদে উভয় ম্যাচে দর্শকদের মাঝে বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয়। ফিফা এই ঘটনার জন্য ম্যাচের আয়োজক দেশগুলোকে অর্থদণ্ড দিয়েছে।

১১ অক্টোবর নরওয়ের বিপক্ষে ওসলোতে ইসরায়েলের হার ৫-০ এবং ১৫ অক্টোবর ইতালির বিপক্ষে উদিনেতে ৩-০। উভয় ম্যাচে দর্শকরা ইসরায়েলি জাতীয় সঙ্গীত চলাকালীন বাধা তৈরি করায়, ফিফা ইতালিকে ১২,৫০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় ১৫,৫০০ ডলার) এবং নরওয়েকে ১০,০০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় ১২,৪০০ ডলার) জরিমানা করেছে।

ফিফা বলেছে, দর্শকদের হাতে ফিলিস্তিনের পতাকা বা স্লোগান প্রদর্শনের জন্য কোনো শাস্তি আরোপ হয়নি। ইতালির বিপক্ষে ম্যাচের আগে শান্তিপূর্ণ অবস্থান নেয়ার সময় বিক্ষুব্ধরা ব্যানারে লেখা বার্তা দেখিয়েছে, যেখানে জায়োনিজমের বিরোধিতা করা হয়েছে।

উল্লেখ্য, ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা গাজায় আগ্রাসনের কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ খেলা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর