[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ৯:০২ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে

গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের আরও ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।

শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।

নেতানিয়াহুর পাশাপাশি যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামিরসহ সরকারের একাধিক জ্যেষ্ঠ সদস্য।

তুর্কি পরোয়ানায় অভিযোগ আনা হয়েছে, গাজায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটন এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলার বহর আটকে দেওয়ার সঙ্গে তারা জড়িত ছিলেন।

এ ঘটনার পরপরই তুরস্কের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র এক বিবৃতিতে বলেন, “এটি প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক প্রচারণার অংশ মাত্র। তিনি বিচারব্যবস্থাকে ভিন্নমত দমন ও বিরোধীদের শাস্তি দিতে ব্যবহার করছেন।”

উল্লেখ্য, গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় তুরস্কও জাতিসংঘের অঙ্গসংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ বাদিপক্ষ হিসেবে যুক্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, যখন গাজায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

অন্যদিকে, গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, “গাজা ইস্যুতে তুরস্কের জনগণ ও নেতৃত্বের অবস্থান এই সিদ্ধান্তের মাধ্যমে আরও একবার স্পষ্ট হলো।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর