[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ৭:৪৩ এএম

গ্রিসের ক্রিট দ্বীপে প্রতিদ্বন্দ্বী দুই পরিবারের মধ্যে সংঘর্ষে দুইজন

নিহত হওয়ার ঘটনার পর দেশজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

শুক্রবার অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী মিখালিস ক্রিসোকোইডিস জানান, এখন থেকে অবৈধভাবে অস্ত্র রাখা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে, যা আগে তুলনামূলকভাবে লঘু অপরাধ হিসেবে বিবেচিত হতো। এছাড়া দেশজুড়ে সব অস্ত্রের লাইসেন্স পুনরায় যাচাই ও পর্যালোচনা করা হবে।

ঘটনার পরপরই সশস্ত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিটে অস্ত্র চোরাচালান, গাঁজা চাষ এবং গবাদি পশু চুরি দমনের জন্য স্থায়ীভাবে অতিরিক্ত ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রগুলোর বেশিরভাগ—যার মধ্যে শটগান এবং অন্তত একটি একে-৪৭ রাইফেল রয়েছে—এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর