[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

বিদেশে পুঁজি বিনিয়োগে বাংলাদেশিদের অগ্রগতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ২:১৪ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে পুঁজি বিনিয়োগের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ২৮৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে (২০২৪-২৫) নতুন করে ৩ কোটি ৫০ লাখ ডলার বিদেশে বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ৬৪ লাখ ডলার নগদ পুঁজি হিসাবে দেশ থেকে গেছে এবং ৩ কোটি ২০ লাখ ডলার বিদেশে ব্যবসা থেকে অর্জিত মুনাফা পুনঃবিনিয়োগ করা হয়েছে। অন্যদিকে পূর্বে নেওয়া ঋণের মধ্যে ১ কোটি ৩৪ লাখ ডলার পরিশোধ করেছে উদ্যোক্তারা।

বর্তমানে বাংলাদেশের কোম্পানিগুলো বিশ্বের ১৮টির বেশি দেশে বিনিয়োগ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে যেসব পুঁজি বিদেশে নেওয়া হয়েছে, সেগুলোর বৈধ হিসাবের ভিত্তিতেই এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের তুলনায় বিনিয়োগের স্থিতি ১ কোটি ৪১ লাখ ডলার বা ৪ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। তবে আগের বছর এই হার কিছুটা কমেছিল।

অর্থনীতিবিদরা বলছেন, দেশে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়াতে উদ্যোক্তাদের দেশেই বেশি বিনিয়োগ করা প্রয়োজন। বিদেশে পুঁজি নেওয়ার সুযোগ পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন তারা।

প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছরে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে ভারতে (২ কোটি ৪৪ লাখ ডলার), এরপর সংযুক্ত আরব আমিরাতে (১ কোটি ৬৯ লাখ ডলার) এবং সিঙ্গাপুরে (২১ লাখ ডলার)। এ সময় বিদেশ থেকে দেশে এসেছে ৪ কোটি ৩৩ লাখ ডলার, যার মধ্যে সর্বাধিক এসেছে ভারত থেকে ৮৩ লাখ ডলার।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি পুঁজি গেছে বিদেশি আর্থিক প্রতিষ্ঠান স্থাপনে (৬ কোটি ৫০ লাখ ডলার), এরপর খনিজ (১ কোটি ২ লাখ ডলার) এবং ওষুধ ও রসায়ন খাতে (২৯ লাখ ডলার)।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পুঁজির অবস্থান রয়েছে যুক্তরাজ্যে (১০ কোটি ৭৫ লাখ ডলার), এরপর ভারতে (১০ কোটি ৫৪ লাখ ডলার) এবং হংকংয়ে (৬ কোটি ৮৭ লাখ ডলার)। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কেনিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রেও উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত এ বিনিয়োগই বৈধ হিসেবে বিবেচিত; এর বাইরে অবৈধভাবে বা অর্থ পাচারের মাধ্যমে বিদেশে নেওয়া পুঁজির হিসাব এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত নয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর