ভারতের সীমান্তঘেঁষা শিলিগুঁড়ি-করিডরে নতুন করে
তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে দেশটি। সেভেন সিস্টার্স নামের উত্তরপূর্ব রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডকে সংযুক্ত করা এই করিডরটিকে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়ে থাকে এবং এটিকেই সাধারণত ‘চিকেন নেক’ বলা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বামুনি (ধুবরির নিকট), কৃষাণগঞ্জ ও চোপড়াতে ঘাঁটিগুলো তৈরি করা হয়েছে।
গোয়েন্দা ও সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, পূর্বে করিডরে থাকা কিছু নিরাপত্তা ফাঁক পুরণ, নজরদারি বাড়ানো ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানোকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, এসব ঘাঁটি নির্মাণের মাধ্যমে সেই অঞ্চলে তৎপরতা দ্রুত বাড়ানো ও প্রয়োজনে সৈন্য মোতায়েন সহজ হবে।
ভারত চিকেন নেককে তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হিসেবে বিবেচনা করে। প্রশাসনিক বিবৃতিতে বলা হয়েছে—চিকেন নেক যদি কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায়, তাহলে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সঙ্গে স্থল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে; তাই করিডরের নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হচ্ছে। করিডরটির দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার এবং এতে নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি চীন সীমান্ত রয়েছে।
এরই কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তাদের ঢাকায় সফর ও স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে—বিশিষ্ট কিছু কুটনৈতিক ও সামরিক আলোচনার চিহ্ন হিসেবে ভারত এই নিরাপত্তা বিধান বাড়িয়েছে বলে সংবাদ সূত্রগুলো উল্লেখ করেছে। ভারতীয় সামরিক পদস্থ এক কর্মকর্তা বলেন, সেখানে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে যাতে প্রয়োজন হলে হঠাৎ দ্রুত শক্তি মোতায়েন করা যায়।
এসআর
মন্তব্য করুন: