[email protected] শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২

গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল, অভিযোগ জাতিসংঘের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫ ৮:২৫ এএম

ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েল

এমন অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ত্রাণ পাঠানোর ১০৭টি আবেদন বাতিল করেছে।

জাতিসংঘ জানায়, এসব আবেদনের মধ্যে ছিল শীতবস্ত্র, কম্বল, বিশুদ্ধ পানির সরঞ্জাম এবং চিকিৎসা ও স্যানিটেশন সেবার প্রয়োজনীয় উপকরণ। ইসরায়েলের অনুমোদন না পাওয়ায় এসব সরঞ্জাম এখনো গাজায় প্রবেশ করতে পারেনি। শুক্রবার (৭ নভেম্বর) এ তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, “আমাদের অংশীদার সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে— যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ত্রাণ সহায়তার ১০৭টি আবেদন বাতিল করেছে। এসব আবেদনে শীতের পোশাক, কম্বল, পানি সরবরাহ ও স্বাস্থ্যসেবার উপকরণ অন্তর্ভুক্ত ছিল।”

তিনি আরও জানান, “প্রত্যাখ্যাত আবেদনের প্রায় ৯০ শতাংশই এসেছে স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) পক্ষ থেকে, যাদের সংখ্যা ৩৩০টিরও বেশি। এর অর্ধেকেরও বেশি আবেদন বাতিলের কারণ হিসেবে ইসরায়েল জানিয়েছে, ওই সংস্থাগুলোর ত্রাণ পাঠানোর অনুমতি নেই।”

জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে ফারহান হক বলেন, ইসরায়েলি সেনারা এখনো গাজায় মোতায়েন রয়েছে এবং পূর্ব খান ইউনিস, পূর্ব গাজা সিটি ও রাফাহ এলাকায় নিয়মিতভাবে বিস্ফোরণ ঘটছে।

তিনি জানান, তথাকথিত “ইয়েলো লাইন”-সংলগ্ন অঞ্চলে ইসরায়েলি সামরিক হামলা অব্যাহত রয়েছে, যার ফলে সাধারণ নাগরিক ও ত্রাণকর্মীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

জাতিসংঘ মুখপাত্র ইসরায়েলি সেনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সামরিক অভিযান চালানোর সময় বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান দেখিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর