অবরুদ্ধ গাজার রাফা এলাকার সুরাঙ্গনেটওয়ার্কে বন্দি আছেন কয়েক ডজন হামাস যোদ্ধা।
রাফা বর্তমানে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে থাকায় — এবং যুদ্ধবিরতি বলবৎ থাকার পরও — ওই যোদ্ধারা নিরাপদে বের হতে পারছেন না।
মধ্যস্থতাকারী মিশর একটি সমাধান প্রস্তাব করেছে: হামাস যোদ্ধাদেরকে সুড়ঙ্গ থেকে বের হতে দেওয়া হবে যদি তারা পূর্বে নির্ধারিত শর্ত অনুযায়ী অস্ত্র জমা দিয়ে সুড়ঙ্গ ছাড়েন — একই সঙ্গে তাদের গাজা ছেড়ে যেতে হবে বলে বলা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানিয়েছে, যুদ্ধবিরতির সময়ে ইসরায়েল যে ‘হলুদ লাইন’ হিসেবে পরিচিত সীমারেখা গড়েছে, সেগুলোর মধ্যে বহু জায়গায় হামাস যোদ্ধারা আটকে রয়েছেন।
ইসরায়েলি মহলে এই প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে — কেউ সুচিন্তিতভাবে বের হতে দেওয়ার পক্ষে, আবার কেউ বিরোধিতা করছেন। যুক্তরাষ্ট্র এই যোদ্ধাদের নিরাপদ প্রত্যাবস্থার বিষয়টিতে ইসরায়েলকে চাপ দিচ্ছে, কিন্তু ইসরায়েল পক্ষ অন্য কিছু শর্ত আদায়ে আগ্রহী বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গতকাল ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, যদি হামাস সেনাকে হাদার গোল্ডিনের দেহাবশেষ ফেরত দেয়, তাহলে তারা আটকে থাকা যোদ্ধাদের নিরাপদে সরতে দেওয়ার বিষয়ে সম্মত হতে পারে।
এসআর
মন্তব্য করুন: