[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ৮:৫৬ পিএম

যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলারের সয়াবিন আনছে বাংলাদেশ

 

বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের সয়াবিন আমদানি করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি কার্যকর হলে এটি হবে বাংলাদেশের সয়াবিন আমদানির ইতিহাসে অন্যতম বড় লেনদেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, আগামী ১২ মাসে এই সয়াবিন বাংলাদেশে পৌঁছাবে। দেশটির কৃষিপণ্য রপ্তানির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, এই চুক্তির কারণে ভারতের সয়ামিল খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির ব্যবসায়ীরা। ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, ২০২৪-২৫ তেলবছরে ভারতের সয়ামিল রপ্তানি আগের তুলনায় কম ছিলই; এখন বাংলাদেশের যুক্তরাষ্ট্রমুখী কেনার সিদ্ধান্ত তাদের বাজার আরও সংকুচিত করবে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছর বাংলাদেশে ভারতের সয়ামিল রপ্তানি কমে দাঁড়ায় ১ দশমিক ৬৩ লাখ টন, যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ কম।

ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের (সোপ্রা) নির্বাহী পরিচালক ডি.এন. পাঠক বলেন,

> “বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র থেকে কম দামে বিপুল পরিমাণ সয়াবিন কিনছে। ফলে আমাদের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাংলাদেশ এক বিলিয়ন ডলারের চুক্তি করেছে, যার মানে তারা আর ভারত থেকে সয়াবিন কিনবে না। এটি আমাদের জন্য উদ্বেগের বিষয়।”

 

বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে নতুন ক্রেতা খুঁজছিল। ফলে বাংলাদেশে বিশাল পরিমাণ সয়াবিন রপ্তানি করা এখন তাদের জন্য একদিকে অর্থনৈতিক সুযোগ, অন্যদিকে কৌশলগত সাফল্যও বটে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর