[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

৯ মাসে ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ৯:৪৯ এএম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম নয় মাসে প্রায় ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করা হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয় প্রশাসনটি।

ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন— অবৈধ অভিবাসন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি অভিবাসন সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর পর যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশ, কাস্টমস ও আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে নথিবিহীন অভিবাসীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

বাতিল হওয়া ৮০ হাজার ভিসাধারীর সবাই অবৈধ ছিলেন না। অনেকের বৈধ অস্থায়ী ভিসা ছিল। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে প্রায় ১৬ হাজার, সহিংসতা বা হামলার ঘটনায় জড়িত থাকার কারণে ১২ হাজার এবং চুরির অভিযোগে ৮ হাজার মানুষের ভিসা বাতিল করা হয়েছে।

এক কর্মকর্তা জানান, “এই তিন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরাই মোট বাতিল ভিসাধারীদের অর্ধেক।”

এছাড়া, গত আগস্টে প্রায় ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়— মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা, আইন লঙ্ঘন এবং সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে।

মে মাসে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই বিপুল সংখ্যক নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করেছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা জাতীয় স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের ভিসা বাতিলই সরকারের অগ্রাধিকার।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর