[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

পাকিস্তানে মিলল বিশাল স্বর্ণভান্ডার, মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ৯:০৫ পিএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় আবিষ্কৃত হয়েছে বিশাল এক স্বর্ণভান্ডার।

দেশটির শিল্প-বাণিজ্য অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FPCCI) সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর দাবি করেছেন, নব আবিষ্কৃত এই সোনার মজুতের মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার, যা দিয়ে পাকিস্তানের সমস্ত বিদেশি ঋণ পরিশোধ করা সম্ভব।

করাচিতে ঘোষণা

পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সোমবার (৩ নভেম্বর) করাচি প্রেস ক্লাবে এক আলোচনাসভায় এ তথ্য জানান হানিফ গওহর।
তিনি বলেন, “এই আবিষ্কার পাকিস্তানের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। দেশের ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ আবিষ্কার।”

খনন প্রস্তুতি চলছে

হানিফ গওহর আরও জানান, বিষয়টি ইতোমধ্যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (SIFC) ও পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংক (SBP)-এর গভর্নরের নজরে আনা হয়েছে।
খননকাজ শুরুর প্রাথমিক প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া ও কানাডার দুটি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলন শুরু হবে।

সরকারি নিশ্চুপতা

তবে এখন পর্যন্ত পাকিস্তান সরকার বা খনিজসম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। ফলে আবিষ্কারের সত্যতা যাচাইয়ে এখনো অপেক্ষায় দেশটির গণমাধ্যম ও বিনিয়োগ মহল।

বিশেষজ্ঞদের মতে, যদি এই সোনার ভান্ডার সত্যিই এত বিশাল হয়, তবে তা পাকিস্তানের অর্থনীতিতে গেমচেঞ্জার ভূমিকা রাখতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর