বাংলাদেশি বন্ধুর পরামর্শেই এক ভারতীয় প্রবাসীর জীবন চিরতরে বদলে গেছে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্র-তে জিতে দেড় কোটি দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি) গ্র্যান্ড পুরস্কার অর্জন করেছেন সন্দীপ কুমার প্রসাদ।
সন্দীপ শিপিং শিল্পে টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন। উত্তরপ্রদেশের এই প্রবাসী সেপ্টেম্বর মাসের ড্র-তে লটারি জিতে কোটিপতি হয়েছেন। তার ভাগ্যবদলের সূত্রপাত হয় বন্ধু জাহাঙ্গীর আলমের পরামর্শে, যিনি নিজেও গত মার্চ মাসে বিগ টিকিটে জিতেছিলেন।
বিগ টিকিট স্টুডিওতে উপস্থাপক রিচার্ডের সঙ্গে আলাপচারিতায় সন্দীপ বলেন, “জাহাঙ্গীরই আমাকে বিগ টিকিট সম্পর্কে বলেছিল। তার পরামর্শেই আমি চেষ্টা শুরু করি এবং টিকিট কিনি।”
প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট কেনা সহজ ছিল না। তিনি মাস তিন ধরে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে অবশেষে ১৯ আগস্ট ২০০৬৬৯ নম্বর টিকিটটি কিনে ভাগ্য পরিবর্তন করেন। সেপ্টেম্বর ৩ তারিখে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
৩০ বছর বয়সী সন্দীপ জানান, তিনি এই বিজয় ২০ জনের সঙ্গে ভাগাভাগি করছেন। বিজয়ের খবর ফোনে পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারিনি; মনে হয়েছিল এটি স্বপ্ন। পরে বুঝতে পেরে আনন্দে কেঁদে ফেলেন।
স্টুডিওতে আলাপের সময় তিনি অসুস্থ বাবার কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিন বছর ধরে দুবাইয়ে থাকা এই প্রবাসীর প্রথম পরিকল্পনা এখন ভারতে ফিরে গিয়ে বাবার চিকিৎসার ব্যবস্থা করা। তিনি বলেন, “বন্ধুর পরামর্শ এবং নিজের ভাগ্যের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।”
সন্দীপের পরিবারে তার দুই ভাই, এক বোন ও স্ত্রী রয়েছেন। জীবনের এই পরিবর্তনের পর তিনি তাদের জন্যও নতুন সম্ভাবনার পথ খুলেছেন।
এসআর
মন্তব্য করুন: