[email protected] সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ৮:০৬ এএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রবিবার ও সোমবারের মাঝরাতে এই ভূমিকম্পটি খোলমের হিন্দুকুষ অঞ্চলে, মাজার-ই-শরীফ শহরের কাছাকাছি এলাকায় অনুভূত হয়।

সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি হয় এবং এর কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ২৮ কিলোমিটার গভীরে।

রাজধানী কাবুলে অবস্থানরত বার্তাসংস্থা এএফপির এক প্রতিনিধি জানান, তিনিও ভূমিকম্পের স্পষ্ট কম্পন অনুভব করেছেন। ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন জনগণের সহায়তার জন্য জরুরি ফোন নম্বর প্রকাশ করেছে, যদিও এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে মাত্র দুই মাস আগেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু হয়েছিল।

এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই আশঙ্কা করছিলেন, পুরোনো ভবনগুলো হয়তো ভূমিকম্পের ধাক্কায় ধসে পড়তে পারে।

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তান একের পর এক বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। ২০২৩ সালে হেরাত প্রদেশে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষ মারা যায় এবং ৬৩ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

এরপর ২০২৪ সালের ৩১ আগস্ট দেশটিতে আরও একটি ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২ হাজার ২০০ মানুষ প্রাণ হারান, যা আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানের হিন্দুকুষ পর্বতমালা এলাকা ভূমিকম্পপ্রবণ, কারণ এখানেই ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থল অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই কম্পন অনুভূত হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর