সুদানের উত্তর দারফুর এখন যেন এক মৃত্যুপুরী।
এল-ফাশের শহরের আকাশে ভাসছে ধোঁয়ার কুণ্ডলি, বাতাসে ছড়িয়ে আছে মৃত্যুর গন্ধ। এক সময়ের প্রাণচঞ্চল শহরটি আজ পরিণত হয়েছে নিস্তব্ধ কবরস্থানে—যেখানে রাস্তাজুড়ে ছড়িয়ে আছে শতাধিক মরদেহ, দাফনেরও কেউ নেই।
জাতিসংঘ জানিয়েছে, সহিংসতা শুরু হওয়ার পর থেকে শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ চরম দুরবস্থায় দিন কাটাচ্ছে। আহতরা পড়ে আছে খোলা আকাশের নিচে—চিকিৎসা তো দূরের কথা, এক ফোঁটা পানি দেওয়ারও কেউ নেই।
সংঘর্ষ থেকে বাঁচতে প্রায় ৩৬ হাজার মানুষ দারফুর ছেড়ে তাভিলা শহরে আশ্রয় নিয়েছে। কিন্তু সেখানেও ইতোমধ্যে কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে বসবাস করছে, ফলে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে।
গত সপ্তাহে আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এল-ফাশের শহর দখল করে নেয়। তাদের নির্বিচার হামলায় অন্তত ১ হাজার ৫০০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। শুধু একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন ৪৬০ জনের বেশি মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ ২০ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা—যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে দারফুরে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার নিতে পারে।
এসআর
মন্তব্য করুন: