চাঞ্চল্যকর এক ডাকাতির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে যুক্তরাজ্যের মিল্টন কেইন্স শহরে।
কোনো নগদ অর্থ নয়— বরং একদল সশস্ত্র চোর আস্ত একটি এটিএম মেশিন তুলে নিয়ে গেছে সুপারমার্কেটের দেয়াল ভেঙে!
রোববার ভোররাতে ঘটেছে এই সিনেমার মতো ঘটনা। চোরেরা ‘টেলিহ্যান্ডলার’ নামের ভারী নির্মাণযন্ত্র ব্যবহার করে সুপারমার্কেটের দেয়াল ভেঙে ফেলেন। এরপর মুহূর্তেই যন্ত্রটির সাহায্যে এটিএম মেশিনটি শূন্যে তুলে একটি পিকআপ ট্রাকের পেছনে ফেলে পালিয়ে যায়।
ডাকাতির পুরো দৃশ্য এক স্থানীয় বাসিন্দা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শী ক্যারোলিনা অসভিয়েমস্কা জানান, “রাতের নীরবতা ভেঙে প্রথমে গাড়ির শব্দ, তারপর চেইনস মেশিনের মতো আওয়াজ শুনে জানালা দিয়ে তাকাই। দেখি, মুখোশ পরা কয়েকজন লোক এটিএম মেশিন টেনে বের করছে। সবকিছু এত দ্রুত ঘটছিল যে পাঁচ–সাত মিনিটের মধ্যেই তারা উধাও।”
চোরেরা ডাকাতির পর টেলিহ্যান্ডলারটি ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়। এতে সুপারমার্কেটের সামনের অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “এ যেন হলিউড সিনেমার দৃশ্য!” কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, আধুনিক এটিএম মেশিনে থাকা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে— বিশেষ করে চুরি ঠেকাতে ব্যবহৃত বিশেষ রঙিন কালি কতটা কার্যকর, তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।
এদিকে টেমস ভ্যালি পুলিশ জানায়, তারা রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটির খবর পায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করা হয়। তবে এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা যায়নি।
এসআর
মন্তব্য করুন: