 
                                                                        ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
দীর্ঘ এক বছরের বেশি সময় পর এবার আন্তর্জাতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) ফরাসি সংবাদ সংস্থা এএফপি, যুক্তরাষ্ট্রভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট—এই তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়।
সাক্ষাৎকারগুলোতে তিনি বাংলাদেশে তার সরকারের পতনের পেছনের কারণ, চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, ভবিষ্যতে দেশে ফেরার সম্ভাবনা এবং নিজের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।
তিনি দাবি করেছেন, তার সরকারের পতন ছিল "একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ফল", তবে দেশ ও জনগণের প্রতি তার আস্থা এখনো অটুট। শেখ হাসিনা বলেছেন, "বাংলাদেশের মানুষই একদিন সত্যটা বুঝবে।"
আন্তর্জাতিক মহলে এই সাক্ষাৎকারগুলোকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: