প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সুবিধার্থে পাসপোর্ট ফি কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়েও আলোচনা চলছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ইমিগ্রেশনে যাত্রীদের অপেক্ষার সময় কমানো এবং হয়রানি রোধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা যাচাই করতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল আসবে। তারা তদন্তে সহায়তা করে অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণ করবেন।
এসআর
মন্তব্য করুন: