[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ৭:০১ পিএম

সংগৃহীত ছবি

রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ক্রমবর্ধমান আগ্রহও এ বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১১৪ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৫ শতাংশ বেশি। বুধবার দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতন দেখেছিল সোনার বাজার।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের দাম ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৪ হাজার ১২৮.৪০ ডলার হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের কথা ভাবছে। এতে সফটওয়্যারনির্ভর প্রযুক্তি পণ্য, যেমন ল্যাপটপ ও জেট ইঞ্জিনের মতো সামগ্রী অন্তর্ভুক্ত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি চীনের সাম্প্রতিক বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন-সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে দেশটির শীর্ষ তেল কোম্পানি লুকওয়েল ও রোসনেফট লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ। গত সোমবার তা ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলারে পৌঁছায়। সুদের হার কমানোর আশঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে।

বাজারে ধারণা করা হচ্ছে, আসন্ন ফেডারেল রিজার্ভ (ফেড) বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। সাধারণত, সুদের হার কমলে আয়বিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ে।

ইউবিএসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক হ্যাফেলি এক বিশ্লেষণ নোটে বলেন, “আমরা স্বর্ণকে একটি কার্যকর পোর্টফোলিও ডাইভারসিফায়ার হিসেবে দেখি। যদি বৈশ্বিক রাজনৈতিক বা অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে সোনার দাম ৪ হাজার ৭০০ ডলার পর্যন্ত উঠতে পারে।”

অন্যদিকে, স্পট মার্কেটে রুপার দাম ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৪৯.১৪ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ হাজার ৬৪৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ৪৫৬ ডলারে লেনদেন হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর