[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ২:০৬ এএম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। ইতিহাস গড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে দাম।

২০০৮ সালের পর যা সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

শুক্রবার (১৭ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দর বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩২ দশমিক ১৭ ডলার হয়। এর আগে সর্বোচ্চ দাম ছিল ৪ হাজার ৩৭৮ দশমিক ৬৯ ডলার। যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য সোনা ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৫ দশমিক ৯০ ডলার প্রতি আউন্সে লেনদেন হয়।

চলতি সপ্তাহে সোনার দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ, যা ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি।

বাড়ছে চাহিদা, কমছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ

জার্মানির হেরাউস মেটালসের মূল্যবান ধাতু বিশ্লেষক আলেকজান্ডার জুম্ফে বলেন,

“সুদের হার কমানোর প্রত্যাশা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ব্যাংক খাতের অনিশ্চয়তা স্বর্ণের বাজারে শক্তিশালী প্রভাব ফেলছে। তবে সাময়িকভাবে কিছুটা স্থিতি দেখা দিতে পারে।”

বিশ্লেষণ অনুযায়ী, স্বর্ণের রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (RSI) বর্তমানে ৮৮—যা ইঙ্গিত করে, দাম এখন ‘অতিরিক্ত ক্রয়’ অঞ্চলে রয়েছে।

অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৪ ডলারে দাঁড়ালেও সপ্তাহজুড়ে তা বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ

যুক্তরাষ্ট্রে ব্যাংক খাতে ধস ও সুদের হার প্রভাব

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোর শেয়ারে বড় পতনের পর বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।
ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সুদের হার আরও কমানোর পক্ষে মত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফেড ২৯–৩০ অক্টোবরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমাতে পারে এবং ডিসেম্বরেও আরও এক দফা কমানো হতে পারে।

চীন–যুক্তরাষ্ট্র উত্তেজনা ও ডি-ডলারাইজেশন প্রভাব

চীন সম্প্রতি বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “অযথা আতঙ্ক সৃষ্টির” অভিযোগ তুলেছে এবং রপ্তানি সীমাবদ্ধতা প্রত্যাহারের আহ্বান প্রত্যাখ্যান করেছে।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬৬ শতাংশ। বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি, ডি-ডলারাইজেশন প্রবণতা এবং ইটিএফ প্রবাহ এই ঊর্ধ্বগতির মূল কারণ।

বাজার বিশ্লেষকদের পূর্বাভাস

সোসিয়েত জেনেরালের পণ্য গবেষণা বিভাগের প্রধান মাইকেল হেইগ বলেন,

“ইটিএফ প্রবাহই এখন স্বর্ণের দাম বাড়ার প্রধান চালিকা শক্তি।”

বিশ্বের বৃহত্তম সোনাভিত্তিক ইটিএফ ‘এসপিডিআর গোল্ড ট্রাস্ট’ জানিয়েছে, তাদের মজুত বেড়ে ১ হাজার ৩৪ দশমিক ৬২ টনে দাঁড়িয়েছে—যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।

আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি তাদের ২০২৫ সালের গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস ১০০ ডলার বাড়িয়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪৫৫ ডলার করেছে। ব্যাংকটির অনুমান, ২০২৬ সালে স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছুঁতে পারে।

দেশে স্বর্ণ ও রুপার দাম

বাংলাদেশে বর্তমানে:

  • ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম): ২,১৬,৩৩২ টাকা
  • ২১ ক্যারেট: ২,০৬,৪৯৯ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৭৭,০০১ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪৭,৩৫১ টাকা

রুপার বাজারেও রেকর্ড দেখা গেছে:

  • ২২ ক্যারেট রুপার ভরি: ৬,২০৫ টাকা (ইতিহাসে সর্বোচ্চ)
  • ২১ ক্যারেট: ৫,৯১৪ টাকা
  • ১৮ ক্যারেট: ৫,০৭৪ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,৮০২ টাকা

সূত্র: রয়টার্স 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর