ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন শ্রমিক। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বাটাম শহরের একটি জাহাজমেরামত কারখানায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, বাটামের এএসএল শিপইয়ার্ডে ‘এমটি ফেডারেল–টু’ নামের ট্যাঙ্কারটির রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্যাঙ্কারের ভেতরে থাকা শ্রমিকরা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
স্থানীয় পুলিশপ্রধান আসেপ সায়ফরুদ্দিন জানান, বিকেল পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ১৮ জনকে বাটামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কারের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বাটামের পশ্চিমাঞ্চলীয় শিল্প এলাকা।
উল্লেখ্য, এএসএল শিপইয়ার্ডে এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: