ঢাকায় মার্কিন দূতাবাসে হঠাৎ করেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে দূতাবাসের আশপাশে কড়া নিরাপত্তা জোরদার করা হয়, যা মঙ্গলবারও বজায় ছিল। আজ বুধবার পর্যন্ত এই অতিরিক্ত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরা সোমবার গভীর রাতে দূতাবাস এলাকায় অবস্থান নেন।
এ সময় মূল ফটক ও আশপাশের সড়কে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সোয়াট টিমের সাঁজোয়া যানও সেখানে মোতায়েন করা হয়।
কেন হঠাৎ এ ব্যবস্থা নেওয়া হলো এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “ফেসবুকের একটি পেজ থেকে দূতাবাসে হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি দূতাবাসের নজরে আসে এবং তারা আমাদের অবহিত করলে সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়।”
তিনি আরও জানান, ওই ফেসবুক পেজে একটি অস্পষ্ট ও ঝাপসা ছবি পাওয়া গেছে। কারা এর সঙ্গে জড়িত, তা জানতে সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার রাতেও গুলশান থানা পুলিশ, সোয়াট টিম ও একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা দূতাবাস এলাকায় সতর্ক অবস্থান নেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: