[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৯ আশ্বিন ১৪৩২

বিশ্বনেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১:৩৫ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে গাজা উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর হলো।

বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সোমবার (১৩ অক্টোবর) মিশরের শারম আল-শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে হামাস ও ইসরায়েল প্রতিনিধিরা এই শান্তিচুক্তিতে সই করেন।

চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

আল-জাজিরার সরাসরি সম্প্রচারে দেখা যায়, প্রায় ৩৫ জন বিশ্বনেতার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণকারীরা গাজা যুদ্ধের অবসান এবং টেকসই শান্তির জন্য ঐক্যবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,

“আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটাইনি, বরং মধ্যপ্রাচ্যে নতুন ইতিহাসের সূচনা করেছি। এটি এমন এক চুক্তি, যা শান্তির নতুন ভোর আনবে।”

চুক্তি টিকবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,

“এটি টিকে থাকবেই।”

গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে এই চুক্তিকে বিশ্ব কূটনীতির এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর