[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, রেড ক্রসের কাছে সাত জিম্মি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজায় শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) তত্ত্বাবধানে আজ সোমবার সকালে হামাস সাতজন ইসরায়েলি জিম্মিকে আইসিআরসির কাছে হস্তান্তর করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই বন্দি বিনিময় কার্যক্রম চলছে। চুক্তি অনুযায়ী, ধাপে ধাপে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মির বিনিময়ে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

আইসিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা উভয় পক্ষের বন্দি মুক্তির প্রক্রিয়া তদারকি করছে এবং এটি যেন মানবিকভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার চেষ্টা করছে।

চলমান এই বন্দি বিনিময় প্রক্রিয়া গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর