[email protected] শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
২৫ আশ্বিন ১৪৩২

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ১:১২ এএম

সংগৃহীত ছবি

বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সাক্ষাতে বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি খাতের উন্নয়ন এবং নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াও আলোচনায় গুরুত্ব পায়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, “গত ১৬ বছরের নির্বাচনী প্রক্রিয়া ছিল প্রহসনমূলক। এবার জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি জানান, নির্বাচনের পর তিনি তার পূর্বের পেশাগত কর্মকাণ্ডে ফিরে যাবেন। এছাড়া ভুয়া তথ্য ও বিভ্রান্তি রোধে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য, এবং যুক্তরাজ্যের সহায়তা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন।

সাক্ষাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সক্রিয় ভূমিকা এবং দেশের প্রধান রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করার উদ্যোগেরও প্রশংসা করেন রোজি উইন্টারটন।

এ সময় যুক্তরাজ্য থেকে বাংলাদেশের গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ এবং উপকূলীয় টহল জাহাজ ক্রয়ের বিষয়েও আলোচনা হয়। জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজ অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর