মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে দেশটির একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রমিক বহনকারী একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান।
নিহতদের মধ্যে সাতজনই বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওমান পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।
এসআর
মন্তব্য করুন: