[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ৫:৪৮ পিএম

সংগৃহীত ছবি

রসায়ন বিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী— সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম. ইয়াগি।

মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF)’ নামের বিশেষ আণবিক কাঠামো উদ্ভাবনের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে বলে বুধবার (৮ অক্টোবর) এক ঘোষণায় জানায় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নোবেল কমিটির ব্যাখ্যা অনুযায়ী, তিন বিজ্ঞানীর তৈরি করা এই নতুন ধরনের আণবিক কাঠামোর ভেতরে প্রচুর ফাঁকা জায়গা বা ছিদ্র থাকে, যার মধ্য দিয়ে বিভিন্ন গ্যাস ও রাসায়নিক পদার্থ সহজে প্রবাহিত হতে পারে। এসব কাঠামো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকেও পানি আহরণ, কার্বন ডাই–অক্সাইড সংরক্ষণ, বিষাক্ত গ্যাস শোষণ এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব।

এই কাঠামোর বিশেষত্ব হলো— ধাতব আয়নগুলো এতে কোণার স্তম্ভের মতো কাজ করে এবং সেগুলোকে যুক্ত করে রাখা হয় দীর্ঘ জৈব (কার্বনভিত্তিক) অণু দিয়ে। ধাতু ও জৈব অণুর এই সমন্বয়ে তৈরি হয় স্ফটিকজাত পদার্থ, যেগুলোর ভেতরে প্রচুর গহ্বর থাকে। এই ছিদ্রযুক্ত পদার্থগুলোকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস’ (MOFs)।

রসায়নে এখন পর্যন্ত ১১৬ বার নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এই বিভাগে সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী ছিলেন জন বি. গুডএনাফ, যিনি ২০১৯ সালে ৯৭ বছর বয়সে পুরস্কার লাভ করেন। অন্যদিকে সবচেয়ে কম বয়সে (৩৫ বছর) রসায়নে নোবেল জেতেন ফেদেরিক জোলিয়ট, ১৯৩৫ সালে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর