[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইতিহাস গড়বে ইউএফসি লড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ৮:২২ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে ইতিহাস রচনা করতে যাচ্ছে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)।

প্রথমবারের মতো হোয়াইট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশ্বখ্যাত এই মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগিতা।

ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, ২০২৬ সালের ১৪ জুন, তার জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের লনে আয়োজন করা হবে এই বিশেষ ইউএফসি ইভেন্ট।

স্বাধীনতা দিবস থেকে জন্মদিনে পরিকল্পনা পরিবর্তন

প্রথমে ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে চলতি বছরের ৪ জুলাই প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তা ট্রাম্পের জন্মদিনে স্থানান্তর করা হয়।

ডানা হোয়াইট জানান,

“আগামী বছরের শুরু থেকেই শুরু হবে ‘হোয়াইট হাউস কার্ড’-এর প্রস্তুতি। এটি ইউএফসি ইতিহাসের সবচেয়ে বড় ফাইট কার্ড হতে যাচ্ছে। এটি শুধু একটি লড়াই নয়—এটি হবে আমেরিকান ইতিহাস ও খেলাধুলার এক গৌরবময় মেলবন্ধন।”

বিশ্বজুড়ে জনপ্রিয় ইউএফসি

বিশ্বব্যাপী কোটি দর্শকের প্রিয় ইউএফসি হলো এক ধরনের মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) প্রতিযোগিতা, যেখানে বক্সিং, রেসলিং, কিকবক্সিং, কারাতে, ব্রাজিলিয়ান জিউ-জিতসু ও জুডোসহ নানা যুদ্ধকৌশল একত্রে ব্যবহার করা হয়।

লড়াইটি অনুষ্ঠিত হয় আট কোণা ধাতব খাঁচার মতো রিংয়ে, যাকে বলা হয় ‘অক্টাগন’। প্রতিযোগীরা প্রতিপক্ষকে পরাস্ত করতে নানা কৌশল ব্যবহার করে, যা এই খেলাকে করেছে একইসঙ্গে রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ।

রাজনীতি ও খেলাধুলার এক অনন্য মেলবন্ধন

বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউস প্রাঙ্গণে ইউএফসি লড়াইয়ের আয়োজন যুক্তরাষ্ট্রের ক্রীড়া ও রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।
তাদের মতে, এটি ট্রাম্পের নেতৃত্বে রাজনীতি, বিনোদন ও খেলাধুলার এক নতুন সংমিশ্রণ সৃষ্টি করবে, যা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহের জন্ম দেবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর