[email protected] সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২১ আশ্বিন ১৪৩২

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫ ৪:১৪ পিএম

চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।

পরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

সুইডেনের স্টকহোমে সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে নোবেল কমিটি এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। দ্য নোবেল প্রাইজের ওয়েবসাইটে বলা হয়, মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা স্বাভাবিকভাবে অত্যন্ত শক্তিশালী হলেও এটি সঠিকভাবে নিয়ন্ত্রিত না থাকলে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের ওপর আক্রমণ করতে পারে। মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি এমন এক প্রক্রিয়া উদঘাটন করেছেন, যা রোগপ্রতিরোধ ব্যবস্থাকে নিজের শরীরের ক্ষতি করা থেকে বিরত রাখে।

তাদের এই গবেষণা মানবদেহে প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষার মৌলিক ধারণা দিয়েছে, যা ক্যানসার ও অটোইমিউন রোগের নতুন চিকিৎসা উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে নোবেল কমিটি।

মেরি ই. ব্রাঙ্কো যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ফ্রেড রামসডেল সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিকসের বৈজ্ঞানিক উপদেষ্টা এবং শিমন সাকাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটির ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের অধ্যাপক হিসেবে কর্মরত।

উল্লেখ্য, গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন, যাঁরা মাইক্রোআরএনএ এবং জিন নিয়ন্ত্রণে তার ভূমিকা বিষয়ক গবেষণার জন্য পুরস্কৃত হন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর