[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১৯ আশ্বিন ১৪৩২

ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদের অঙ্ক ছুঁয়েছে ৫০০ বিলিয়ন ডলার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ১০:৪২ পিএম

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নতুন ইতিহাস গড়লেন প্রযুক্তি জগতের পথিকৃৎ ইলন মাস্ক।

টেসলা, স্পেসএক্সসহ একাধিক উদ্ভাবনী প্রতিষ্ঠানের সাফল্যে তার মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলার, যা বিশ্বের ইতিহাসে কোনো ব্যক্তির জন্য সর্বোচ্চ।

এই মাইলফলক ছুঁয়ে মাস্ক এখন বিশ্বের প্রথম ব্যক্তি, যার সম্পদের পরিমাণ অর্ধ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।

বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, বুধবার (২ অক্টোবর) তাদের বিলিয়নিয়ার্স ইনডেক্সে দিনের এক পর্যায়ে মাস্কের মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

তবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টায় তার নিট সম্পদ দাঁড়ায় ৪৯৯ দশমিক ১ বিলিয়ন ডলারে। গত বছরই প্রথমবার তিনি ৪০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিলেন।

টেসলার শেয়ারে ভর করে সম্পদ বৃদ্ধি

মাস্কের সম্পদের বড় অংশই টেসলার শেয়ার থেকে এসেছে। বর্তমানে তিনি কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। চলতি বছরে টেসলার শেয়ারমূল্য প্রায় ১৪ শতাংশ বেড়েছে।

সম্প্রতি মাস্ক নিজেই প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার কিনে বাজারে আস্থা বাড়িয়েছেন। বিশ্লেষকদের মতে, এটি কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনায় তার আত্মবিশ্বাসের প্রতিফলন।

টেসলা এখন শুধু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা নয়— বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)রোবোটিকস খাতে রূপান্তরের পথে দ্রুত এগোচ্ছে।

এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে

সম্প্রতি টেসলার পরিচালনা পর্ষদ মাস্ককে ইতিহাসের সবচেয়ে বড় নির্বাহী বেতন পরিকল্পনা প্রস্তাব করেছে।

প্রস্তাবিত লক্ষ্য পূরণ করতে পারলে মাস্কের সম্পদ এক ট্রিলিয়ন ডলার অতিক্রম করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ঘোষণার পর থেকেই টেসলার শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৩৫ দশমিক ৭ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, এই পরিকল্পনা মাস্ককে টেসলার প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করতে উৎসাহিত করবে।

অটোমোবাইল থেকে মহাকাশ ও এআই পর্যন্ত

ইলন মাস্কের ব্যবসায়িক পরিসর এখন বিস্তৃত বহু খাতে— বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ গবেষণা, স্যাটেলাইট যোগাযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা

তার এআই কোম্পানি xAI বর্তমানে “কলোসাস” নামের একটি শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করছে, যা বড় ভাষা মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে। প্রতিষ্ঠানটির তৈরি চ্যাটবট ‘গ্রোক’ ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিগুগলের জেমিনির সঙ্গে।

অন্যদিকে, স্পেসএক্স বাণিজ্যিক মহাকাশ খাতে প্রায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। এর স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক এখন বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট ব্যবস্থা। কোম্পানিটি নিয়মিত রকেট উৎক্ষেপণ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরবরাহ পাঠানো এবং বিভিন্ন দেশের স্যাটেলাইট বহনের মাধ্যমে প্রযুক্তি দুনিয়ায় নতুন মানদণ্ড স্থাপন করছে।

বিশ্লেষকদের মতে, মাস্কের নেতৃত্ব ও ঝুঁকি নেওয়ার ক্ষমতাই তাকে বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী উদ্যোক্তায় পরিণত করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর