[email protected] শনিবার, ৪ অক্টোবর ২০২৫
১৮ আশ্বিন ১৪৩২

জাতিসংঘ সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ৯:২৪ পিএম

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

শুক্রবার (৩ অক্টোবর) এক বার্তায় দূতাবাস জানায়, এ সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের ঐতিহাসিক বন্ধুত্ব ও অটল সংহতির প্রতিফলন।

একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের সম্পর্ক আরও দৃঢ় হলো।

প্রায় চার বছর আগে বাংলাদেশ এই পদের জন্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।

তবে সম্প্রতি ফিলিস্তিন একই পদের জন্য প্রার্থী হলে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, শুরুতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাইপ্রাসের সঙ্গে। পরে ফিলিস্তিন প্রার্থী হলে বাংলাদেশ সংহতির জায়গা থেকে প্রার্থিতা প্রত্যাহার করে।

সরকার জানিয়েছে, ভবিষ্যতে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বাংলাদেশ আগ্রহী থাকবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর