[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৮ আশ্বিন ১৪৩২

সুমুদ ফ্লোটিলা আটক: বাংলাদেশের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ১২:০১ পিএম

সংগৃহীত ছবি

গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক সহায়তা বহনকারী এ ফ্লোটিলাকে আটকে দেওয়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যক্কারজনক দৃষ্টান্ত।

বিবৃতিতে বাংলাদেশ সরকার অবিলম্বে সব আটক মানবাধিকার ও শান্তিকামী কর্মীর নিঃশর্ত মুক্তি, তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানায়।

একই সঙ্গে ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সংহতির প্রতীক। গাজায় ইসরায়েলকে অবাধ মানবিক প্রবেশাধিকার দিতে হবে, যেখানে বেসামরিক জনগণ জীবন, মর্যাদা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনের দুর্দশা ও অব্যাহত দুর্ভোগের এই সময়ে তাদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর