[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে চাপে নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ৭:২৭ পিএম

সংগৃহীত ছবি

গাজা যুদ্ধের অবসান ও বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শান্তি প্রস্তাব দিয়েছেন।

প্রথমে এ প্রস্তাব মেনে নিলেও অল্প সময়ের মধ্যেই অবস্থান বদলান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন—তিনি কখনও ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেবেন না এবং গাজার বহু অংশে ইসরাইলি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে। অথচ ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি অন্যতম শর্ত হিসেবে উল্লেখ রয়েছে। দীর্ঘদিন ধরেই নেতানিয়াহু এ ধরনের পরিকল্পনার বিরোধিতা করে আসছেন।

প্রস্তাবটি সমর্থন জানিয়েছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কসহ একাধিক শীর্ষ আরব ও মুসলিমপ্রধান দেশ। তাদের এই অবস্থান আলোচনাকে নতুন গতি দিয়েছে।

তবে আলোচনায় অংশ নিতে হামাসকে তিন থেকে চার দিনের মধ্যে ‘হ্যাঁ বা না’ জানাতে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। শর্ত সাফ—না বললে যুদ্ধ চলবেই।

এই প্রস্তাবের সঙ্গে এক বছর আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার মিল রয়েছে। তবে তখন নেতানিয়াহুর কট্টর ডানপন্থি মন্ত্রিসভার চাপ ও নতুন শর্ত আরোপের কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়। এ সময় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, বেসামরিক হত্যাযজ্ঞ এবং মানবিক দুর্ভিক্ষ দেখা দেয়। অন্যদিকে মাসের পর মাস বন্দিদশায় কষ্ট পোহাতে হয়েছে ইসরাইলি জিম্মিদেরও।

সব মিলিয়ে ট্রাম্পের বর্তমান প্রস্তাব যুদ্ধ বন্ধে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করায় নেতানিয়াহুর সরকার দ্বিমুখী চাপে পড়েছে—একদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ও ট্রাম্প প্রশাসন, অন্যদিকে তার নিজস্ব ডানপন্থি জোটের প্রবল আপত্তি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর