ব্যাংক খাতে অর্থ লুটপাটের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে অভিযুক্তদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংবাদ সম্মেলনে দুদক আরও জানায়, প্রায় ৫৩ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিএনএফ এজেন্ট সামসুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় আবদুস সোবহান গোলাপের স্ত্রী গুলশান আরার বিরুদ্ধেও মামলা করেছে দুদক।
একই সঙ্গে, সাড়ে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: