নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও চারজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, তীব্র অর্থনৈতিক সংকট এবং সরকারি দুর্নীতির অভিযোগ ঘিরে নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও জেন-জি প্রজন্মের আহ্বানে শুরু হওয়া আন্দোলন দ্রুত দেশজুড়ে বিস্তার লাভ করে।
বিক্ষোভ দমনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৭৩ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং অলি প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন।
পরে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি সহিংসতা ও বিক্ষোভ-সংক্রান্ত ঘটনাগুলো তদন্তে একটি বিশেষ কমিশন গঠন করেছেন।
এদিকে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে, নেপালে আগামী ২০২৬ সালের মার্চ মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসআর
মন্তব্য করুন: