[email protected] শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
১৯ পৌষ ১৪৩২

নিরপেক্ষ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১:০৯ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠক শেষে সারাহ কুক বলেন, “যুক্তরাজ্য একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইসির সঙ্গে কাজ করতে আগ্রহী।

আমরা ভোটার শিক্ষণ কার্যক্রম ও পোলিং স্টাফ প্রশিক্ষণেও সহায়তা করতে চাই।”

এর আগে রোববার নির্বাচন কমিশন জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এজন্য তারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর