যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে একটি গির্জায় বন্দুক হামলায় চারজন নিহত ও আটজন আহত হয়েছেন।
পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়
রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।
সাক্ষীরা জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠান ‘মাস’-এর প্রস্তুতি চলাকালে হঠাৎ গাড়ি নিয়ে চার্চের ভেতরে ঢুকে পড়ে হামলাকারী।
এরপর অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালায় এবং কিছুক্ষণের মধ্যে ভবনে অগ্নিসংযোগ করে।
পুলিশ জানায়, নিহত হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি মিশিগানের বার্টন শহরের বাসিন্দা এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন মেরিন বাহিনীতে কর্মরত ছিলেন।
গ্র্যান্ড ব্ল্যাংক শহরের পুলিশপ্রধান উইলিয়াম রেনি বলেন, হামলার ৩০ সেকেন্ডের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। চার্চের পার্কিং লটে স্যানফোর্ড পুলিশের গুলিতে নিহত হন।
এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। স্যানফোর্ডের বাসস্থান ও ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এই হামলার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরের একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হন।
এসআর
মন্তব্য করুন: