[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪, পোল্যান্ড সাময়িকভাবে আকাশসীমা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১:২০ এএম

সংগৃহীত ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। হামলার পর কিয়েভজুড়ে জারি করা হয় আকাশসীমা সতর্কবার্তা।

স্থানীয় সময় রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা। কিয়েভের সামরিক প্রশাসন নিশ্চিত করেছে, ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধারের পর আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্তত ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক আবাসিক ভবন। আক্রমণ অব্যাহত থাকায় নিরাপত্তার খোঁজে অনেকে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, রাশিয়া রাতভর শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে আবাসিক ভবন ধসে পড়েছে এবং সাধারণ মানুষ হতাহত হয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার এ নতুন হামলার পর ‘অপরিকল্পিত সামরিক কার্যকলাপ’ হিসেবে উল্লেখ করে পোল্যান্ড রাজধানী ওয়ারশর দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশসীমার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেয়। আলজাজিরার তথ্যমতে, ডেনমার্ক ও নরওয়ের আকাশে রুশ ড্রোন দেখা দেওয়ার পর বাল্টিক সাগরে ন্যাটোর প্রস্তুতিমূলক উদ্যোগের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয় পোল্যান্ড।

রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনজুড়ে আবারও চরম অস্থিরতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর