[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ৩১

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ পিএম

সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কারুর জেলায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও বহু মানুষ। শনিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। কারুর জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, গুরুতর আহত কয়েক ডজন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই টিভিকে সমর্থক। তারা সমাবেশস্থলে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করছিলেন। বিজয় নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছালে অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে অনেকে অজ্ঞান হয়ে পড়েন এবং পদদলনের ঘটনা ঘটে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রাহ্মনিয়ান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন।

দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনাস্থলে অন্তত ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। পরবর্তীতে বিজয় আকস্মিকভাবে তার বক্তৃতা সংক্ষিপ্ত করেন।

এ ঘটনায় রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে। তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে অভিযোগ করেছে, টিভিকে নেতাকর্মীদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা থালাপতি বিজয়কে দায়ী করে তার গ্রেপ্তারের দাবিও জানিয়েছে।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে টিভিকে পক্ষ থেকে সমর্থকদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছিল। এতে গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের সমাবেশে না এসে অনলাইনে অনুষ্ঠান দেখার পরামর্শ দেওয়া হয়েছিল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর