[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৩ পিএম

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা।

তারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাস দেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে অধ্যাপক ইউনূসের হোটেল স্যুইটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামী গঞ্জভি ইন্টারন্যাশনাল সেন্টারের (এনজিআইসি) সহ-সভাপতি ভায়রা ভিকে-ফ্রেইবার্গা। উপস্থিত ছিলেন স্লোভেনিয়া, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও মরিশাসসহ বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। এ ছাড়া বৈঠকে অংশ নেন ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি, বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি ইসমাইল সেরাগেলদিন, কেরি কেনেডি ও জর্জটাউন ইনস্টিটিউটসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

বক্তারা ইউনূসের নেতৃত্ব ও দারিদ্র্য বিমোচনে তাঁর আজীবন অবদানের প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার পর বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখে আছে, তবে পুনর্গঠন প্রক্রিয়ায় তারা অভিজ্ঞতা ও সহযোগিতা দিতে প্রস্তুত।

কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতিকে “অসাধারণ” উল্লেখ করেন। জর্জটাউন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেলানি ভেরভির জানান, শিগগিরই তারা জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক সমর্থন জানাবে।

অধ্যাপক ইউনূস বৈঠকে দেওয়া সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত। আপনাদের সবাইকে একসঙ্গে আমাদের পাশে দাঁড়াতে দেখে আমি অভিভূত।

তিনি গত ১৫ বছরের শাসনব্যবস্থাকে “৯ মাত্রার ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ” হিসেবে বর্ণনা করে বলেন, জনগণ তাৎক্ষণিক পরিবর্তন চায় এবং তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ দেখতে আগ্রহী।

আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন প্রসঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে ইউনূস বলেন, “আমাদের আপনাদের দিকনির্দেশনা ও নৈতিক সমর্থন দরকার। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হবে।

বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর