[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

পাচার হওয়া সম্পদ ফেরতের আহ্বান জানালেন ড. ইউনূস

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২:২৬ এএম

সংগৃহীত ছবি

জাতিসংঘ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনার তাগিদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আন্তর্জাতিক স্তরে কঠোর আইনপ্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার প্রস্তাবও দেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্যকালে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা থেকে) ড. ইউনূস বলেন, গত ১৫ বছরে দুর্নীতির মাধ্যমে দেশের অসংখ্য কোটি ডলার অবৈধভাবে বিদেশে পার হয়েছে। তিনি জানান, এসব ঝড়ো প্রবাহ রোধ ও অপপ্রবাহ প্রতিহত করে আটকে যাওয়া সম্পদ দ্রুত ফেরত আনা বর্তমানে সরকারের শীর্ষ অগ্রাধিকার।

ড. ইউনূস বলেন, “আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি; কিন্তু অনেক দেশের জটিল আইনি প্রক্রিয়া, প্রমাণসংগ্রহের কষ্টসাধ্যতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব আমাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। সংশ্লিষ্ট দেশের দৃঢ় সদিচ্ছা ছাড়া পুনরুদ্ধারে সফলতা সম্ভাব্য নয়।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, আন্তর্জাতিকভাবে সহযোগিতা বাড়ালে এবং প্রতিরোধমূলক বিধান শক্ত করলে ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোতে সীমাহীন সম্পদপাচার রোধ করা যাবে। ড. ইউনূস আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার ওপর জোর দেন।

বক্তব্যে তিনি অনুরোধ জানান যে, পাচারের ধরন ও চ্যানেল শনাক্তে আন্তর্জাতিক তথ্যবিনিময়, দ্রুত জিজ্ঞাসাবাদ এবং আইনগত সহায়তা পদ্ধতি সহজ করা উচিত, যাতে দ্রুত পুনরুদ্ধার সম্ভব হয়।

জাতিসংঘের মঞ্চে ড. ইউনূসের এই আহ্বানকে আন্তর্জাতিক সহযোগিতা ও দায়িত্বশীলতার ওপর একটি সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর